চট্টগ্রামে সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার আনোয়ারা ও লোহাগাড়া উপজেলায় এই পৃথক ঘটনা ঘটে। নিহতরা হলেন—আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মোহাম্মদ হাসানের মেয়ে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাঈমা আক্তার (১৩) এবং লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে তাওসিফ (১৫)। জানা গেছে, তাওসিফ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় নাঈমাকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পুটিবিলায় নিজ বাড়ির উঠানে সাপে কামড় দেয় কিশোর তাওসিফকে। পরে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ আমিন জানান, ‘সাপে কাটা অবস্থায় কিশোরটিকে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।’
বিডি প্রতিদিন/জামশেদ