বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হয়েছে বিশ্ব রেঞ্জার দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব রেঞ্জার দিবস উপলক্ষে চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে এ কর্মসূচি পালিত হয়।
ফরেস্ট রেঞ্জার সুফল রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেঞ্জার সিফাত আল রব্বানী। অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম, চট্টগ্রাম ফরেস্ট একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম, ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট চট্টগ্রামের পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী, উপ বন সংরক্ষক মো. আনিসুর রহমান, এম এ হাসান প্রমুখ।
বন একাডেমি, চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশে প্রথম বারের মতো ‘বিশ্ব রেঞ্জার দিবস’ পালনের আয়োজন খুবই প্রশংসনীয় উদ্যোগ। পরবর্তী সময়ে এর ধারাবাহিকতা বজায় রেখে আরও বড় পরিসরে আয়োজনের কথা বলেন তিনি।
এসময় চট্টগ্রাম বন অঞ্চল প্রধান ড. মোল্যা রেজাউল করিম ফরেস্ট রেঞ্জারদের মাঠ পর্যায়ে উদ্ভাবনী চিন্তা, দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করার প্রতি গুরুত্বারূপ করেন। সেই সঙ্গে তিনি ফরেস্ট রেঞ্জারদের অধিকার ও দাবি সরকারের উচ্চপর্যায়ে যথাযথ ভাবে উপস্থাপন করার কথা উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এএম