‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’, এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। শনিবার সকালে শহরের দক্ষিণ তেমুহনী থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।
এসময় নেতা-কর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান মুখরিত ছিল। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, সেক্রেটারি আব্দুল আউয়াল হামদু, জেলা শিবিরের সভাপতি আব্দুর রহমান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক আহ্বায়ক আরমান হোসেনসহ শিবিরের জেলা ও শহর শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই জাগরণ একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রতীক। এই আন্দোলনের সঙ্গে যারা বিশ্বাস ঘাতকতা করেছে, তাদের বিচার দাবিই আমাদের আজকের কর্মসূচির মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/এমআই