ক্যাপিটাল ড্রামাতে এবারও সাফল্য দেখাচ্ছে ৩১ জুলাই প্রচারিত ‘দেরি করে আসবেন’ নাটকটি। এটি প্রচারের প্রথম ১৭ ঘণ্টায় অভাবনীয় সাড়া ফেলে ১ লাখ ৭০ হাজার ভিউর ঘরে পৌঁছেছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত এ নাটকের সাবসক্রাইব হয় ১ লাখ ৬৪ হাজার। আর একই সময় লাইক পড়েছে ২৫ হাজার। এর আগেই ক্যাপিটাল ড্রামাতে অবমুক্ত হওয়া জাকারিয়া সৌখিনের নির্মাণে অপূর্ব-তাসনিয়া ফারিণ জুটির ‘প্রিয় প্রজাপতি’, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় জোভান-নাজনীন নিহার ‘মিথ্যে প্রেমের গল্প’, হাসিব হোসাইন রাখীর নির্মাণে তৌসিফ মাহবুব-তানজিম তটিনীর ‘চলো হারিয়ে যাই’ এবং রুবেল হাসানের নির্মাণে মুশফিক আর ফারহান-কেয়া পায়েলের ‘অনেকদিন পরে’ নাটকগুলো বিপুল ভিউসহ ইউটিউব ট্রেন্ডিংয়ের ঘরে স্থান করে নেয়। নাটকগুলো ব্যাপক সফলতা পায় ও দর্শকপ্রিয় হয়। সেই ধারাবাহিকতায় এবার সাফল্যে ভাসছে ‘দেরি করে আসবেন’ নাটকটিও। এ নাটকের পাত্র-পাত্রীরা হলেন- ছোটপর্দার রোমান্টিক নায়কখ্যাত অপূর্ব। তাঁর বিপরীতে রয়েছেন সাদিয়া আয়মান। বসুন্ধরা হাউজিং নিবেদিত ক্যাপিটাল ড্রামাতে প্রচারিত এ জুটির এটি প্রথম একসঙ্গে অভিনয়। মুরসালিন শুভর গল্প ও পরিচালনায় এবং মানব মিত্রের চিত্রনাট্য ও সংলাপে নির্মিত এ নাটকে আরও রয়েছেন সমু চৌধুরী, শিল্পী সরকার অপু, মুহাম্মাদ আবু রাজিন, আবিরসহ অনেকে। নাটকটির চিত্রগ্রাহক সামিউল করিম সুপ্ত, কস্টিউম ডিজাইনে সামিয়া ইলহাম চন্দ্র, আর্ট ডিরেকশনে মোমো রাখাইন। এটির প্রধান অ্যাসিসট্যান্ট ডিরেক্টর এ বি মামুন, লাইন প্রডিউসার আবির, মেকআপ জুয়েল, পোস্টার ডিজাইনে নাহিদ হোসেন, ফটোগ্রাফিতে অপূর্ব অভি এবং অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মানব মিত্র। এ নাটকে একটি গান রয়েছে; যেটির রচয়িতা, সুরকার, সংগীত ও ভোকালে রাগীব স্বাগত। নাটকটির প্রযোজনায় আনোয়ারুল আলম সজল। এদিকে এমন গল্পের একটি নাটকে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অপূর্ব বলেন, ‘দেরি করে আসবেন’ নামটা শুনেই আমার কেমন যেন একটা কৌতূহল তৈরি হয়েছিল। যখন গল্পটা প্রথম শুনি, বুঝে যাই এটা সাধারণ গল্প নয়। প্রতিটা দৃশ্য, প্রতিটা আবেগ খুব বাস্তবভাবে ধরা পড়েছে। চিত্রনাট্য ও সংলাপ সত্যিই সুন্দর, সংবেদনশীল আর খুবই বাস্তব ঘরানার। সব মিলিয়ে বলব, এ কাজটা আমার নিজের খুব কাছের একটা কাজ হয়ে থাকবে। সাদিয়া আয়মান বলেন, ‘গল্পটা প্রতিটি মানুষের সঙ্গে মিলে যাওয়ার মতো। যা প্রত্যেক মানুষের সঙ্গে ঘটে। খুবই সুন্দর, সহজ ও পরিচ্ছন্ন গল্প। এমন একটি দারুণ গল্প ও চরিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে।’ এদিকে হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল বলেন, ‘ক্যাপিটাল ড্রামায় এ জুটির প্রথম কাজ। যদিও এর আগে অপূর্ব ভাইয়ের ‘প্রিয় প্রজাপতি’ ক্যাপিটাল ড্রামায় রিলিজ হয়েছিল এবং ব্যাপক সাড়া ফেলেছিল। তবে ক্যাপিটাল ড্রামাতে সাদিয়ার প্রথম কাজ এটি। অপূর্ব-সাদিয়া জুটির এ কাজটি দর্শকপ্রিয়তা পাওয়ায় আমি গর্বিত। প্রযোজক আনোয়ারুল আলম সজলও ‘দেরি করে আসবেন’ নাটকটির সাফল্যে উচ্ছ্বসিত।
শিরোনাম
- গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, এ নিয়ে ৬ বার
- রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- রাশিয়া থেকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেল ইউক্রেন
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
আবারও সফল ক্যাপিটাল ড্রামার নাটক - দেরি করে আসবেন
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর