গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজিবাইক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আব্দুল হামিদ মিয়া (৭০) নামে একব্যাক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নারীসহ আরও চারজন।
নিহত আব্দুল হামিদ মিয়া উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের মৃত শসসের মন্ডলের ছেলে।
শনিবার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজাবিরাট সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাজাবিরাট সড়কের সাপমারা নামক স্থানের এপেক্স এগ্রো লিমিটেড গেট এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক ও একটি সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় যানবাহনের পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে রাত সাড়ে ১১টার দিকে আব্দুল হামিদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন, উপজেলার কামদিয়া ইউনিয়নের মৃত আয়েজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৫৫), সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আব্দুল করিমের ছেলে ময়নুল ইসলাম (১৭), একই ইউনিয়নের সারাই গ্রামের কবেজ আলীর ছেলে ফারুক (৫৫) ও ফারুকের স্ত্রী মাজেদা বেগম (৪৫)।
বিডি প্রতিদিন/এএম