বাংলাদেশ ক্রিকেট দলের কোচ পরিবর্তনের বিষয় খুবই স্বাভাবিক। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে বহু কোচ তাঁর চাকরি হারিয়েছেন। এজন্য কোচের বাজে পারফরম্যান্স একটা কারণ। আবার বিসিবির কর্তাব্যক্তিদের অপছন্দের জন্যও অনেককে বাদ পড়তে হয়েছে। ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে সরে যেতে হয়েছিল গর্ডন গ্রিনিজকে। তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিবদের এখন বোলিং কোচ অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার শ্যন টেইট। অসি ফাস্ট বোলারকে আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে বিসিবি। তাঁকে নিয়োগ দিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারাতে হয়েছে টাইগারদের আগের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে। নিউজিল্যান্ডের সাবেক পেস অলরাউন্ডার অ্যাডামসের সঙ্গে বিসিবি চুক্তি করেছিল দুই বছরের জন্য। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি ছিল অ্যাডামসের। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের পরপরই তাঁকে বাদ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে। বিসিবি পরিচালনা পর্ষদের ৩০ জুনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য মোটা অঙ্কের আর্থিক জরিমানা গুনতে হয়েছে বিসিবিকে। মাসিক বেতন ১১ হাজার ৫০০ ডলার করে তিন মাসের বেতন ৩৪ হাজার ৫০০ ডলার বা ৪২ লাখ টাকা (১২২.২১ টাকা হারে) দিতে হয়েছে।
অ্যাডামসের জায়গায় টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে এখন কাজ করছেন টেইট। অসি ফাস্ট বোলারের বেতন ১৪ হাজার ডলার বা ১৭ লাখ টাকা। অসি ফাস্ট বোলারের সঙ্গে বিসিবি চুক্তি করেছে চলতি বছরের ২০ মে। তাঁর চুক্তির মেয়াদ ২০২৭ সালের ২০ নভেম্বর পর্যন্ত। আড়াই বছরের জন্য অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে বেতন হিসেবে গুনতে হবে ৪ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশের মুদ্রায় যা ৫ কোটি ১৩ লাখ ২৮ হাজার টাকা। এ ছাড়া ট্যাক্স পরিশোধ করবে ক্রিকেট বোর্ড। অসি ফাস্ট বোলার বিপিএলে কাজ করেছেন। টেইটকে সর্বোচ্চ সুযোগসুবিধা দিচ্ছে বিসিবি। বছরে তিনি ৫০ দিন ছুটি পাবেন। বছরে বিমানের একটি বিজনেস ক্লাসের টিকিট পাবেন। তাঁকে চুক্তির আগে ছেড়ে দিতে হলে তিন মাস আগে নোটিস দিতে হবে। টেইট, অ্যাডামসের আগে টাইগার পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ডারি ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ, ক্যারিবীয় আরেক ফাস্ট বোলার ওটিশ গিবসন। টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট শিকারি ওয়ালশ কাজ করেছেন ৩৪ মাস। এজন্য তাঁকে মাসিক বেতন দিয়েছে বিসিবি ১৫ হাজার ডলার করে। গিবসন কাজ করেছেন প্রায় আড়াই বছর। প্রথম বছর তাঁকে মাসে দেওয়া হতো ১৩ হাজার ডলার এবং দ্বিতীয় বছর পেতেন ১৫ হাজার ৬০০ ডলার করে।