ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-১ আসনের (সদর-মির্জাগঞ্জ-দুমকী) জন্য মনোনয়ন দৌড়ে রয়েছেন বিএনপির তিন নেতা এবং জাকের পার্টি, গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনের একজন করে নেতা। এ আসনে জামায়াত আগেভাগেই প্রার্থী চূড়ান্ত করেছে। বিএনপি থেকে মনোনয়ন প্রার্থীর তালিকায় রয়েছেন, দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধূরী, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজমুল আহসান। জাকের পার্টি থেকে প্রার্থী হতে চান কেন্দ্রীয় ওয়াকিং কমিটির সদস্য, বরিশাল বিভাগের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী জেলার সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান বাবুল। ইলসামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী হয়েছেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান। গণঅধিকার পরিষদের প্রার্থী হয়েছেন কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম। মনোনীত এবং মনোনয়ন প্রার্থীদের তৎপরতায় এরই মধ্যে জমে উঠেছে ভোটের রাজনীতি। শহর থেকে শুরু করে গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে পড়েছে নির্বাচনি আমেজ। নেতারা প্রায় প্রতিদিনই দলীয় নেতা-কর্মীর সঙ্গে বৈঠক, মতবিনিময়, মসজিদে নামাজ আদায় ও কুশল বিনিময় করছেন। তারা নানান সামজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন। ফলে ভোট নিয়ে রাস্তার মোড়ে, নগর-বন্দর, হাট-বাজার, হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন মহলে চলছে আলোচনা-সমালোচনা। যারা মনোনয়ন প্রার্থী তারা মনোনয়ন পেতে দলের হাইকমান্ডে চালাচ্ছেন জোর লবিং তদবির। ধারণা পাওয়া গেছে, আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপির পক্ষে মাঠ এখন অনেকটাই চাঙা। প্রার্থিতার ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধূরী বলেন, মনোনয়ন হলো দলের সিদ্ধান্ত। একজন প্রার্থীর অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করেই মনোনয়ন দেওয়া হয়। দল যাকেই মনোনয়ন দেবে আমরা বিনা বাক্যে তার হয়ে কাজ করব। জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমি চাই একজন রাজনীতিবিদই ইলেকশন করুক। তবে আমি দল করি, দলের সিদ্ধান্তের বাইরে যাব না। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হিসেবে মনোনয়ন চাইব। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমরা জেলার চারটি আসনে মিটিং করেছি। এরপর আমরা জনগণের কাছে যাব। হাট-বাজার, শহর-বন্দরে ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং ভোটারদের দ্বারে দ্বারে যাব।
শিরোনাম
- আহমদ রফিকের মরদেহ শনিবার শহীদ মিনারে নেওয়া হবে
- উত্তাপ কমছে না বগুড়া সবজির বাজারে, বিপাকে নিম্ন আয়ের মানুষ
- হজযাত্রীর জন্য ৫ অক্টোবরের মধ্যে লিড এজেন্সি নির্ধারণের নির্দেশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ২৬৩
- কবে থেকে কমবে বৃষ্টি, যা জানালো আবহাওয়া অফিস
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২৯ জন গ্রেফতার
- শাটডাউন সত্ত্বেও ওয়াল স্ট্রিটে নতুন রেকর্ড
- পাচারের উদ্দেশে টেকনাফের পাহাড়ে বন্দী নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার
- বান্দরবানের লামায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
- কালীগঞ্জে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত তিন
- ইতালি থেকে গাজায় রওনা হয়েছে ১০০ ত্রাণকর্মীর নতুন নৌবহর
- কানাডায় হামের প্রাদুর্ভাবে এই প্রথম মৃত্যু
- ফ্লোটিলার ৪৭০ অধিকারকর্মীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েল
- টরন্টোয় ‘বাচনিকের’ যুগপূর্তি উদযাপন ১৮ অক্টোবর
- “মহানায়কের গান” সিজন ২-এর দ্বিতীয় গান প্রকাশ
- সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধায় বিশ্বব্যাপী ক্ষুব্ধ প্রতিক্রিয়া
- স্বাভাবিক জনজীবনে ফিরছে খাগড়াছড়ি
- মিরপুরে যাত্রী নামিয়ে বাসে দুর্বৃত্তদের আগুন
- হংকংয়ে মার্কিন কূটনীতিককে কঠোর সতর্কবার্তা চীনের
- মার্কিন সরকারে দ্বিতীয় দিনে গড়িয়েছে শাটডাউন
জমে উঠেছে মনোনয়ন দৌড় সরব সম্ভাব্য প্রার্থীরা
পটুয়াখালী-১
সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর