রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ‘ছাত্র সংসদ’ সংযুক্ত করে নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনের ২৪ ঘণ্টায় পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগেরমাহিদুল ইসলাম মাহিদ ও সমাজবিজ্ঞান বিভাগের জাহিদ হাসান জয়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও অসুস্থ অবস্থায় অনশনে রয়েছেন গণিত বিভাগের ছাত্র আরমান হোসেন, গণযোগাযোগ, সাংবাদিকতাবিভাগের রুমাইনুল ইসলাম রাজ ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের নয়ন মিয়া।
এদিকে রবিবার রাত থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে অনশন স্থলে বসে রয়েছেন, উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীও। ছাত্র সংসদের দাবিতে রবিবার রাতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। অনশনস্থলে ছাত্র প্লাকার্ড হাতে নিয়ে তারা নানা স্লোগান দিয়েছেন।
এদিকে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করতে উদ্যোগ না নেয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে মৃত ঘোষণা করে প্রতীকি গায়েবানা জানাজা করেছে জুলাই যোদ্ধারা। সোমবার বিকেলে শহীদ আবু সাঈদ চত্বরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
আন্দোলনরত শিক্ষার্থী মাহিদুল ইসলাম বলেন, ব্যানারে লেখা হয়েছে আমরণ অনশন। এতে শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপতর হলেও অনশন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। দাবি আদায় করে তবেই এখান থেকে উঠবো।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আমরণ অনশনে বসতে হয়েছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর কিছু হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমি গতকালই সংহতি প্রকাশ করেছি। সারাদিন-সারারাত স্টিল নাউ এখন পর্যন্ত তাদের সাথে আছি। আমার সন্তান হিসেবে শিক্ষার্থীদের ফেলে রেখে আমি কোথাও যেতে পারি না। আজকে সকাল বেলা মাননীয় উপদেষ্টার সাথে কথা হয়েছে। আমাদের ইউজিসি সচিব ফোন
করেছেন, শিক্ষা উপদেষ্টার পিএস ও উপদেস্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিএস ফোন করেছিলেন। ইউজিসির সাথে কথা বলেছি, তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আশ^স্ত করেছেন। মিটিং হলে আমাদের ‘ল’ ভেটিংয়ের কাজ শেষ হবে। এটি হলে আমাদের সংবিধি মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠালে তা গেজেট হয়ে আসবে। এই কয়েকটা দিন সময় দিক, শিক্ষার্থীদের কাছে এটি আমার আবেদন।
বিডি প্রতিদিন/নাজমুল