চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় চালককে ছুরিকাঘাত করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটেরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মো. ওয়ারিদ কুদ্দুস (২০), মো.সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল করিম জানান, সোমবার ভোরে সিএনজিচালিতা অটোরিকশার চালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া নেওয়ার সময় কিছু দুর্বৃত্ত যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ ১০ হাজার টাকা ও তার মোবাইলটি ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যান।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএ