চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতা-পুত্রসহ তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। তারা হলেন, পিতা নুর মোহাম্মদ (৫৭) ও দুই ছেলে আবদুল কাদের (৩৪) ও ফজল কাদের (৩২)।
রবিবার সকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নের দইয়্যার ভাণ্ডার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দুই পরিবারে জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনা চলছিল। রবিবার সকালে বাড়ির পাশে মাছ ধরার বড়শি নিয়ে নুর মোহাম্মদ ও প্রতিবেশী নবীর ছেলে দিদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় দিদার, তার ভাতিজা ও ভাইয়েরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবা ও এক ছেলে আইসিইউতে, আরেক ছেলেও চিকিৎসাধীন আছে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন