চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পুলিশের ওপর হামলা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. শাকিল (২৫) ও মো. আরিফ হোসেন (৩২)। গ্রেফতারকৃতদের মধ্যে শাকিল নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা। আরিফ ভোলা জেলা সদরের বাসিন্দা।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার (১১ আগস্ট) রাতে বন্দর থানার সল্টগোলা ক্রসিং ঈশান মিস্ত্রিঘাট খালপাড় এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০-১২ জন যুবক তাদের ধাওয়া করে। এসময় অন্যরা সেখান থেকে পিছু হটলেও এসআই আবু সাঈদ রানা মাটিতে পড়ে যান। তখন ধারালো অস্ত্র দিয়ে পুুলিশ সদস্য রানার মাথা, গলা, হাত ও পেটে উপর্যপুরি আঘাত করে আসামিরা। পরে পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশকে আঘাত করার ঘটনায় মামলা হয়।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই মামলার প্রধান আসামি শাকিলকে শনিবার রাতে পতেঙ্গা থানার আউটার রিং রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ইশান মিস্ত্রিহাটের একটি টিনশেড ঘর থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ১টি লোহার কিরিচ, একটি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই দুইজন সহ হামলার ঘটনায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।