ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমম্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, আমরা সব সময়ই চেয়েছি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকুক। এই কারণেই ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে ফ্যাসিস্টরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন নির্বাচন সামনে রেখে গণতন্ত্রবিরোধী অপশক্তির কোনো ষড়যন্ত্রই সফল হবে না। অচিরেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের রায় প্রতিফলিত হবে।
শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে ৬৫নং ওয়ার্ডে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলিতে নিহত মিরাজ হোসেনসহ সকল জুলাই শহীদ স্মরণে দোয়া মাহফিল ও শোক সভায় তিনি এ কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার বিপ্লব ছিল গণতন্ত্র মুক্তির আন্দোলন। সে আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের বিদায় হয়েছে, তবে নব্য কোনো অপশক্তি যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন বানচালের কোনো অপচেষ্টাই সফল হবে না। বরং ষড়যন্ত্রকারীরা মাইনাস হয়ে যাবে।
সভায় যাত্রাবাড়ী এবং ডেমরা থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত