চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে গোলাপ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর পশ্চিম প্রান্তের মোহরা এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপ নগরীর মোহরা এলাকার বাসিন্দা ছিলেন।
জান আলী হাট রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন জানান, রবিবার দুপুর ১২টার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই বৃদ্ধ গুরত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম