চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মাইজভান্ডার দরবার শরীফে জিয়ারতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে জাহিদ হাসান বাবলা (১৩) নামের এক কিশোর। রবিবার (১৭ আগস্ট) দুপুরে দরবার শরীফের বড় রওজার সামনে পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার আড়ালিয়া গ্রামের তুহিন মিয়ার পুত্র।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, বাবলা পরিবারের সঙ্গে ওরশ শরীফে এসেছিল। সে সাঁতার জানত না। কীভাবে পানিতে পড়ে যায়, পরিবারের কেউ তা বুঝতে। পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। তারা লাশ নিয়ে বাড়ি চলে গেছে।
বাবলার বাবার বরাতে পুলিশ জানায়, বাবলা তার বাবার সাথে পুকুরে গোসল করতে নেমেছিলো। এসময় তার মাকে ডাকতে বলে বাবলার বাবা পানিতেই ছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তাকে না দেখে খুঁজতে থাকেন। পরে পুকুরের তলদেশে তার নিথর দেহ খুঁজে পান। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম