বাংলাদেশ কর্মকমিশন (পিএসসি) সংস্কারের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘সংস্কার নিয়ে টালবাহানা ছাত্রসমাজ মানবে না’, ‘চব্বিশের চেতনা প্রশ্ন ফাঁস চলবে না’, ‘আবেদ গ্যাংদের কালো হাত ভেঙে দাও’, ‘পিএসসিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’, সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে শিক্ষার্থী সজীবুর রহমান বলেন, পিএসসি সংস্কার জরুরি। অতীতের মতো কোনো রাজনৈতিক প্রভাব যেন এ প্রতিষ্ঠানে না পড়ে, সেবিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বিসিএস পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সকল নিয়োগ সম্পন্ন হোক, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। বিগত সময়ে প্রশ্নফাঁসে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনাতে হবে।
শিক্ষার্থীরা বলেন, পিএসসি সংস্কারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব জরুরি। শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নিয়োগ দিয়ে বৈষম্য নতুন বাংলাদেশে চলবে না।
বিডি প্রতিদিন/এমআই