সিলেটে সড়ক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন-সিলেটের জৈন্তাপুর থানার চিকনাগুল উমনপুর এলাকার আতাউর রহমানের ছেলে মো. মুন্না (২০) ও শাহপরাণ (রহ.) থানার বাহুবল এলাকার তাজুল ইসলাম (৪০)।
দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান (রহ.) থানার ওসি মনির হোসেন।
তিনি জানান, সিলেটগামী বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হন। ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেক যাত্রী।
বিডি প্রতিদিন/এমআই