সিলেটে বিপুল পরিমাণ মাদকসহ তিন কারবারি আটক হয়েছে। র্যাব ও পুলিশের পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ সমুজ আলী নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও’র মৃত মো. চান মিয়ার ছেলে।
এদিকে, সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর এয়ারপোর্ট বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে পাথরবোঝাই একটি ট্রাক আটক করা হয়। পরে তল্লাশি করে পাথরের নিচ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালক মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে শুভ খান ও হেলপার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এএম