আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেওয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল।
তিনি এক বিবৃতিতে উল্লেখ করেন, গণতন্ত্র রক্ষা এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেষ্ট রয়েছেন। আমি সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশের বর্তমান কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য এবং দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য আলোচনা করছি এবং সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।
নেপালে জেন জি আন্দোলন তীব্র হওয়ার পর, মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয় এবং তার ব্যক্তিগত বাসভবনেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
রাষ্ট্রপতি পৌডেল বর্তমানে সামরিক সুরক্ষায় রয়েছেন বলে জানা গেছে। সূত্র: বিবিসি বাংলা
বিডি প্রতিদিন/আরাফাত