বেনাপোলের গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করে। এ সময় চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন যশোরের অভয়নগরের বর্ণিমালাধরা গ্রামের মো. মিঠু মোল্লা (৩২), একই জেলার সিদ্ধারপুর গ্রামের মো. মিজানুর সরদার (৪৫), যশোর কোতোয়ালির বলডাঙ্গা কাজিপুর গ্রামের মোছা. শাপলা খাতুন (২৩) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরখোলা গ্রামের সুমি আক্তার (২৪)।
বিডি প্রতিদিন/হিমেল