পাহাড়ের তরুণ চিত্রশিল্পীদের সৃজনশীলতাকে বিকশিত করতে খাগড়াছড়িতে শুরু হয়েছে আর্ট ক্যাম্প। শুক্রবার সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে "তারুণ্যের তুলিতে পাহাড় ও প্রকৃতি" শীর্ষক এই ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন, “তারুণ্যের তুলিতে পাহাড় ও প্রকৃতি” শীর্ষক আয়োজনটি অত্যন্ত সময়োপযোগী। পাহাড়ে অসংখ্য গুণী শিল্পী আছেন, যাদের প্রতিভা এখনো অনেকের অজানা। এ প্রতিভাকে কাজে লাগিয়ে প্রদর্শনীর মাধ্যমে দেশ ও জাতির কাছে পাহাড়কে নতুনভাবে উপস্থাপন করা সম্ভব। এতে পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিরা খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটে আয়োজিত আর্ট ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট সাখাওয়াত হোসেন, খাগড়াছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক জীতেন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, পাহাড়ের তরুণ চিত্রশিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক