সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশে একটি দোকানে ধাক্কা দিয়ে পাশে বসে থাকা দুই পথচারীকে চাপা দেয়। এতে হাফিজুর ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক জন আহত হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিল। নিহত হাফিজুর ইসলাম সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেশিনারিজ দোকানে সজোরে ধাক্কা দেয় এবং দোকানের পাশে বসে থাকা দুজনকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নেয়ার পর হাফিজুলকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল ও অপর আহত আমির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় রেফার্ড করে। এদের মধ্যে হাফিজুল এনায়েতপুর হাসপাতালে মারা যায়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পাইভেট কারের দুইজন যাত্রী স্থানীয় মসজিদে আশ্রয় অবস্থায় রয়েছে। ৪ ঘণ্টা বিক্ষুদ্ধ জনতা আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছে। স্থানীয়দের সাথে কথা বলে সড়ক অবরোধ তুলে নেয়াসহ সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম