মুন্সিগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক দুর্ঘটনায় তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পর শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ প্রশিক্ষণ কর্মসূচি। এতে স্থানীয় নির্মাণ শ্রমিক ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
প্রশিক্ষণ কর্মশালায় শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি সেপটিক ট্যাংকে প্রবেশের সময় গ্যাসজনিত ঝুঁকি, দুর্ঘটনা এড়ানোর উপায় এবং নিরাপদ কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি নির্বাপনের কৌশল ও বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহারিক কার্যকারিতা শ্রমিকদের সামনে তুলে ধরেন।
প্রশিক্ষণ শেষে শহরের আফতাব উদ্দিন প্লাজা সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক দুর্ঘটনায় নিহত তিন শ্রমিকের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আশিক