হবিগঞ্জের বাহুবলে দেড় ডজন মামলার আসামি ডাকাত জামাল মিয়া (৪০) কে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহত জামাল নোয়োগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায় বাড়ির পার্শ্ববর্তী একটি ধা জমির পাশে। সেখানে তাকে গলা কেটে হত্যা করে। তবে কে বা কারা কেন তাকে নির্মমভাবে হত্যা করেছে তা জানা যায়নি।
এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, জামালের বিরুদ্ধে ডাকাতিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
ওসি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ