কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে নাজেহাল সিলেটবাসীর জন্য অবশেষে স্বস্তি বয়ে আনল বৃষ্টি। আজ সোমবার বিকাল ৩টার দিকে সিলেট শহর ও আশপাশের এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বৃষ্টির পর শহরের তাপমাত্রা কিছুটা কমে আসে এবং গরমে অতিষ্ঠ মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলে।
গত কয়েকদিন ধরেই সিলেটে চলছিল তীব্র গরম ও আদ্রতা। আবহাওয়া অফিস জানায়, আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টির কারণে বিকেলের দিকে তা কিছুটা কমে যায় এবং চারদিকে তৈরি হয় ঠান্ডা পরিবেশ।
বৃষ্টির সময় অনেককেই দেখা যায় বাসার বারান্দা বা রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টির আনন্দ উপভোগ করতে। কেউ কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে থাকেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের দক্ষিণ রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় একটি সুষ্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কিছুটা কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনেও সিলেট অঞ্চলে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত যেমন স্বস্তি দিয়েছে, তেমনি হঠাৎ বজ্রপাত বা দমকা হাওয়ার সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে খোলা মাঠ বা জলাশয়ের ধারে অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে ৮ সেপ্টেম্বরের পর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।
বিডি প্রতিদিন/আরাফাত