সিলেট সীমান্তে ফের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা পণ্যগুলো জব্দ করা হয়।
বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্র জানায়, রবিবার বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট, সোনপাপড়ি, সুপারি ও চিনি জব্দ করা হয়। এছাড়া অভিযানকালে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়।
এছাড়াও, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ক্রিম, জিলেট ব্লেড ও চা পাতা আটক করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা।
সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, বিজিবির উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই বিপুল চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল