সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ডাকাতদের বাঁধা রশির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কাটাখাল দ্বিতীয় ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ আহমদ (২১) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত মনিরুল ইসলাম তোতা মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহত দুইজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ অংশের বিভিন্ন ব্রিজে রাতে ডাকাতরা রশি বেঁধে ফাঁদ পেতে রাখে। রাতে মোটরসাইকেল আরোহীরা এই রশিতে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে দুর্ঘটনাকবিলত মোটরসাইকেল ও আরোহীদের সাথে থাকা টাকা ও জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
গত বৃহস্পতিবা রাতে কাটাখাল দ্বিতীয় সেতুতে একইভাবে ডাকাতের ফাঁদ পাতা রশিতে আটকে দুর্ঘটনায় পতিত হন সবুজ আহমদ ও তার মোটর সাইকেলে থাকা আরও দুই আরোহী। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সবুজ।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে পুলিশের ২টি টহলে থাকা অবস্থায় কৌশলে ডাকাতরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এএম