সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা হকারমুক্ত করার দাবিতে সমাবেশ ও অভিনব শোয়া কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় তিন ঘন্টা এ কর্মসূচি পালিত হয়েছে।
সামাজিক সংগঠন ‘সিলেট কল্যান সংস্থা’, ‘সিলেট বিভাগ যুব কল্যান সংস্থা’ ও ‘সিলেট প্রবাসী কল্যান সংস্থা’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় আয়োজকরা সিলেট সিটি করপোরেশনের প্রধান গেটের সামনে সমাবেশ করেন। পরে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন রাস্তায় ১০ মিনিট শুয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে সিলেট নগরীর সড়ক ও ফুটপাত বেদখল হয়ে গেছে। হকাররা দখল করে নিয়েছেন ফুটপাত। আর যানবাহন চালকরা পুরো সড়ককে স্ট্যান্ড বানিয়ে ফেলছেন। এতে নাগরিক দুর্ভোগ বাড়ছে। কিন্তু এ দুর্ভোগ লাগবে অন্ধ হয়ে বসে আছে প্রশাসন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এহসানুল হক তাহের।
বিডি প্রতিদিন/এএম