সিলেটে জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) এটিএম তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়। প্রতিটি কর্মসূচি থেকে তুরাব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি নাজমুল কবীর পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল প্রমুখ।
এছাড়া বিকেল ৪টায় নগরীর কুদরত উল্লাহ কমপ্লেক্সে তুরাবের কর্মস্থল দৈনিক জালালাবাদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মুন্সী ইকবালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।
এদিকে, সাংবাদিক তুরাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ