সিলেট নগরীতে দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সুবিদবাজারের লন্ডনী রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাইয়ের আলোচিত কয়েকটি মামলার অন্যতম আসামি প্রদীপ রায় সম্প্রতি সিলেটে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বিএনপি কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় তাকে আটকে ফেলে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়।
বিডি প্রতিদিন/আরাফাত