বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলামসহ আরও তিনজনের বিরুদ্ধে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হয়েছে।
বুধবার (১৪ মে) মেট্রোপলিট্রন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তার। মামলার অন্য তিন আসামি হলেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।সিলেট ভ্রমণ প্যাকেজ
মামলা উল্লেখ করা হয়, গত ১০ মে বিকালে মহানগরের সারদা হলের সামনে আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা কমিটির যুগ্ম-সংগঠক সুমাইয়া আক্তারকে গুম, খুন ও ধর্ষণের হুমকি দেন। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
মামলার আবেদনে ওই নেত্রী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব চান। এ নিয়ে তারা তার ওপর ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গত ১০ এপ্রিল আসামিরাসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন সুমাইয়াকে লাঞ্ছিত করেন। পরে ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলাটি করেছেন।
বাদী পক্ষের আইনজীবি মো. ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি তদন্তের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি আমাদের কমিটির কেউ নন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মামলা যে কেউ করতে পারেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। এ অভিযোগের কোনও ভিত্তি নেই। সামাজিকভাবে হেনস্তা করতেই বাদী এমনটি করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ