সিলেটের জকিগঞ্জের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার ছাত্রাবাসের পুকুর থেকে রিয়াজ উদ্দিন (১৮) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পর লাশটি উদ্ধার করা হয়।
রিয়াজ মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইলাশপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে। তিনি রমজান মাসে পরিচালিত প্রয়াত ফুলতলীর পীরের দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পরিচালনাধীন দারুল কিরাতের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখেন তার কাপড় ও সাবানদানী মাদরাসা ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে মাদরাসা কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখতে পান রিয়াজ কয়েকজনের সঙ্গে গোসলে নেমেছিলো।
পরে সহপাঠী ও স্থানীয়রা তৎপরতা চালিয়ে রাত ৮টার দিকে রিয়াজের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে যায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্ত হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যু নিয়ে পরিবারেরও কোনো অভিযোগ নেই।
বিডি প্রতিদিন/আশিক