সিলেটের কানাইঘাটে আওয়ামী লীগ নেতাকে মসজিদ থেকে বের করে মারধর করে পুলিশে সোপর্দের ঘটনায় উপজেলা বিএনপি সভাপতিকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রবিবার রাতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ নোটিশ পাঠানো হয়। শোকজ নোটিশ পাওয়া মামুনুর রশিদ কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি।
শোকজ নোটিশে আওয়ামী লীগ নেতাকে মারধরের কথা উল্লেখ করা না হলেও সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক আফসার উদ্দিন আহমদ স্থানীয় একটি মসজিদে গেলে কিছু লোকজন তাঁকে মারধর করে বিএনপি নেতা মামুনুর রশীদের বাড়িতে নিয়ে যান। সেখানে মামুনুর রশীদ তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এসংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আফসারকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পরই মামুনুর রশীদকে কারণ দর্শানো হয়।
বিডি প্রতিদিন/নাজমুল