সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি জানায়, সোমবার বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, দমদমিয়া, বিছনাকান্দি ও ডিবিরহাওর বিওপির টহল দল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, বাসমতি চাল, হেয়ারওয়েল, জিরা, ক্রিম, কমলা, চিনি, মেহেদী, চকলেট, ট্যাং, সাবান, সুপারি, শুটকি, মহিষ ও গরু জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে জব্দ করা হয় শিং মাছ।
বিডি প্রতিদিন/হিমেল