সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করছে বিজিবি।
আজ রবিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপির টহলদল অভিযান চালিয়ে এ পণ্য জব্দ করে।
অভিযানকালে বিপুল পরিমাণ ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/জামশেদ