শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের সাধারণ সম্পাদক প্রার্থীর প্রার্থিতার বিষয়ে রিট দায়েরকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানান। তারা অভিযোগ করেন, যেসব বট আইডি ও ফেক পেজ থেকে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে, তার পেছনে ছাত্রশিবিরের যোগসূত্র রয়েছে।
সমাবেশে জাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী বলেন, “একটি মৌলবাদী গোষ্ঠী নারীদের টার্গেট করে সাইবার বুলিংয়ের মাধ্যমে তাদের স্বাধীনতা খর্ব করতে এবং রাজনীতিতে অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে চায়। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে ওই গোষ্ঠীর লোকজন। এটি আমাদের প্রত্যেক নারীর প্রতি হুমকিস্বরূপ। সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত না করায় তারা এমন সাহস পাচ্ছে। কিন্তু আমরা নারীরা অনেক শক্তিশালী। হুমকি বা সাইবার বুলিং করে আমাদের থামানো যাবে না।”
এসময় জাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক প্রার্থী কাজী মৌসুমী আফরোজ বলেন, নির্বাচনকে কেন্দ্র করেও ওই নির্দিষ্ট গোষ্ঠী নারী প্রার্থীদের নিয়মিত সাইবার বুলিং করছে। আমরা সরকারকে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
বিডি প্রতিদিন/একেএ