সিলেটের বিশ্বনাথে সকালে সিএনজি চালিত অটোরিকশা চাপায় আবদুল করিম শিকদার নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বাগিছা বাজার সংলগ্ন কজাকাবাদ গ্রামের রাস্তার মুখে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধ উপজেলার দেওকলস ইউনিয়নের ভগিরচক গ্রামের ছাতির মিয়া শিকদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে পায়চারি করতে বেরিয়ে ছিলেন আবদুল করিম শিকদার। যাচ্ছিলেন বাগিছা বাজারের দিকে। এসময় কজাকাবাদ গ্রামের রাস্তার মুখে পেছন দিক থেকে আসা একটি সিএনজিচালিত নাম্বারবিহীন অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে গাছের সাথে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে, সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, অটোরিকশা জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে ঘটনার পরপরই। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম