দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্ষণবিরোধী পদযাত্রা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ধর্ষণবিরোধী পদযাত্রাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর ও বিভিন্ন স্থান প্রদক্ষিণ ও শাহবাগ ঘুরে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এই পদযাত্রা।
সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, জুলাইয়ের খুনিদের, এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি বলেন, এ দেশে ততদিন নারী দিবস পালন হবে না যতদিন না এই আট বছরের শিশুর মতো সব ধর্ষণের শিকার নারীদের ধর্ষকদের বিচার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে ধর্ষণবিরোধী বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই শিশুর ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় শাখা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ