কর্মপরিবেশকে কার্যকর, সুষ্ঠু ও শৃঙ্খলময় করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘অফিসের নিয়ম-কানুন ও গোপনীয়তা, কর্মস্থলের সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন’ বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণটি বৃহস্পতিবার সকালে আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক ও সমমানদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা পরিচালিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা।
বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন অফিস সহায়কের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, গাকৃবির রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা এবং মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মেহেদী হাসান।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “নিজেদের কর্মজীবনকে শাণিত করতে কর্মক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিধিমালা অনুসরণ করে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
তিনি আরও বলেন, প্রশিক্ষণে আলোচিত বিষয়সমূহ যথাযথভাবে মেনে চললে গাকৃবি যেকোনো বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মনে করেন, এই প্রশিক্ষণ কর্মচারীদের অধিকার ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করবে। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের উৎকর্ষ সাধনে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/আশিক