মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজার হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব এতে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণ কেন্দ্রে ১৫ জন অসচ্ছল শিক্ষার্থী ও নারীর প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ সুষ্ঠু ও সুচারুভাবে সম্পাদনের জন্য দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক কাজ করছেন। চলতি নভেম্বর থেকে আগামী তিন মাস প্রতি শুক্র ও শনিবার বিনামূল্যে প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন পাবেন।
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আবু তাহের রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাওর রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব খসরু চৌধুরী, জাতীয় পরিবেশে আন্দোলনের সদস্য আ স ম সালেহ সোহেল, মৌলভীবাজার প্রেসক্লাব একাংশের সভাপতি নুরুল ইসলাম সেফুল, সিনিয়র আইনজীবী মোস্তাক আহমদ মমসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই