বসুন্ধরা শুভসংঘের ভালুকা উপজেলা শাখার উদ্যোগে খাদ্যে ভেজালবিরোধী সচেতনতামূলক আলোচনা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় ভালুকা বাসস্ট্যান্ড ওভারব্রিজ-সংলগ্ন ফল মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে খাদ্যে ভেজালের ভয়াবহতা ও এর প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভালুকা উপজেলা শাখার উপদেষ্টা মোখলেছুর রহমান মনির, এ আর এম শামছুর রহমান, রফিকুল ইসলাম রফিক, বসুন্ধরা শুভসংঘ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা মো. আসাদুজ্জামান সুমন, শুভসংঘ ভালুকা শাখার সভাপতি জাহিদুল ইসলাম সুবিন, সাধারণ সম্পাদক আফজাল ফাহিম খান এজাজ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জিনু, অর্থ সম্পাদক সানোয়ার শান্ত, কার্যকরী সদস্য প্রসেনজিৎ, প্রান্ত, বিজন, ইবনে মাসুদ ও ব্যবসায়ী কামাল প্রমুখ।
বক্তারা বলেন, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক তৎপরতা একসঙ্গে প্রয়োজন। সবাই মিলে যদি প্রতিরোধ গড়ে তোলা যায়, তবে খাদ্যে ভেজাল বন্ধ করা সম্ভব।
বিডি প্রতিদিন/কেএইচটি