গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের চার দিন পর আনাছ খান (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের বাংগালপাড়া বিল থেকে আনাছের লাশ উদ্ধার করা হয়।
নিহত আনাছ খান ওই গ্রামের আল আমিন খানের ছেলে। শিশুটি গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে নিখোঁজ হয়। তার দাদা হাছেন আলী খান বিষয়টি জানিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
পুলিশ জানায়, নিখোঁজের দিন আনাছ খেলনা সাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল ইসলামের বাড়িতে খেলতে গিয়েছিল। এরপর থেকে আর তাকে পাওয়া যায়নি। পরে আনাছের সাইকেলটি অন্য এক প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার করা হয়।রোববার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সন্দেহভাজন নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী শাহীনুর আক্তারকে ডিবি পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা শিশুটির মরদেহ বিলে ফেলে রাখার কথা স্বীকার করে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, নিখোঁজের পরপরই শিশু আনাছের খোঁজে পুলিশ করা শুরু করে, পাশাপাশিও ডিবি পুলিশও ছায়াতদন্ত শুরু করে। এরপরই ওই দম্পতিকে চিহ্নিত করা হয় এবং তাদের আটক' করে রোববার (৯ নভেম্বর) রাতে গাজীপুর জেলা গোয়েন্দা অফিসে নিয়ে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্য অনুযায়ী সোমবার দুপুরে আনাছের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/সুজন