ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের পাঁচটি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্যবিধি না মানা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।
এ সময় দি ফুড প্যালেস ও টেস্টি বাইট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার, ঢাকা কাচ্চি ভাই ও আল কারিমা রেস্তোরাঁকে যৌথভাবে ৩০ হাজার টাকা এবং কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রেস্টুরেন্টের রান্নাঘর অপরিচ্ছন্ন, পঁচা-বাসি খাবার রাখা, খোলামেলা পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং রান্নার সময় কর্মচারীদের মুখে মাস্ক বা হাতে গ্লাভস না থাকা। তাই আইন অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবির বলেন, খাবারের মান বজায় রাখা ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন এবং পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করে এবং সবাই যেন নিরাপদ ও মানসম্মত খাবার পান। রেস্টুরেন্ট মালিকদের এসব বিষয়ে সচেতন হওয়ারও তাগিদ দেন। এসময় কসবা থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম