গাজীপুরে বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ জানলো চার শতাধিক শিক্ষার্থী। সোমবার (১০ নভেম্বর) সকালে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে রফিকুল ইসলাম মডেল একাডেমী ও সেক্রেড হার্ট ক্যাডেট স্কুল এর শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানার সুযোগ পান।
ক্যাম্পইনে রফিকুল ইসলাম মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার উপদেষ্টা নাইম হাসান রাসেল বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের মানবিক উদ্যোগ তাদের সচেতনতার পাশাপাশি ভবিষ্যতে রক্তদানের আগ্রহও বাড়াবে।
সেক্রেড হার্ট ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাবিবা রশিদ সুমি বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করে। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই আমাদের স্কুলকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য।
বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান আগামীতে আরও বড় পরিসরে এমন উদ্যোগে নেওয়ার কথা জানান। তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করাই শুভসংঘের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করতে এবং রক্তদানে উৎসাহিত করতে আমরা নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখব।
এদিকে শুভ সংঘের এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীরাও। সেক্রেড হার্ট ক্যাডেট স্কুলের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, আমি আগে জানতাম না আমার রক্তের গ্রুপ কী। আজকের এই আয়োজনের মাধ্যমে সেটা জানলাম। খুব ভালো লাগছে যে আমাদের মতো শিক্ষার্থীদের কথা ভেবে এমন কার্যক্রম আয়োজন করা হয়েছে।
এসময় বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলা শাখার সভাপতি মুসাফির ইমরান, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ, দপ্তর সম্পাদক তানজিলা জেরিন, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ঝর্না হিয়া, অর্থ সম্পাদক প্রত্যয় ভট্টাচার্য, সহসাংগঠনিক সম্পাদক এমরান শেখ এবং কার্যকরী সদস্য আনিকা তাবাসসুম, নওশিন জাহান শাম্মি ও বৃষ্টি আক্তারসহ অনেকে উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার অংশ হিসেবেই এই রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/কামাল