বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি নিয়ে জোর চর্চা চলছে পশ্চিমবঙ্গজুড়ে। সম্প্রতি এ গান গাওয়া নিয়ে ভারতের এক রাজনীতিবিদের বিরুদ্ধে আনা হয়েছে ‘দেশদ্রোহিতার’ অভিযোগ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।
তিনি বলেন, এটা আমাদের গান। রবীন্দ্রনাথের গান মানে এটা আমার দেশের গান। আসলে আমাদের দেশের রাজনীতিকরা খুবই মূর্খ! এদের আর কিছু বলতে ইচ্ছে করে না। এদের শুধু করুণা করা যায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদাহরণ টেনে নচিকেতা বলেন, দুর্গাপুরে এসে নরেন্দ্র মোদি নিজেই তো বলে গিয়েছিলেন ‘আমার সোনার বাংলা’। তখন তো কিছু হলো না। তার মানে স্পষ্ট, এরসঙ্গে দেশের কোনো সম্পর্ক নেই। আসলে কতগুলো লোক বাঁদরামি করছে।
মঞ্চে এই গান গেয়েছেন নচিকেতা নিজেও। তিনি বলেন, বহুবার গেয়েছি। কেন গাইব না! রবীন্দ্রনাথের গান গাইব না কেন? আসলে আমাদের দেশের এই রাজনীতিবিদগুলোকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে তোপের মুখে পড়েন আসাম রাজ্যের সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস। এরপরই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতার’ মামলা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
ওই ঘটনার নিন্দা জানিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গানটি গেয়ে প্রতিবাদ জানান। যার জেরে অভিভাবকদের ‘চিঠি’ পাঠিয়ে সতর্ক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/কেএইচটি