পারমাণবিক জ্বালানি উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন চীনের বিজ্ঞানীরা। প্রথমবারের মতো তারা থোরিয়ামকে ইউরেনিয়াম জ্বালানিতে রূপান্তরে করতে সক্ষম হয়েছেন।
সাংহাই ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড ফিজিক্স (সিন্যাপ) জানিয়েছে, তাদের নির্মিত থোরিয়াম মল্টেন সল্ট রিঅ্যাক্টরেই (টিএমএসআর) এই যুগান্তকারী পরীক্ষামূলক রূপান্তর সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অর্জনের মাধ্যমে প্রযুক্তিগত দিক থেকে পারমাণবিক জ্বালানি উৎপাদনে থোরিয়াম ব্যবহারের সক্ষমতা নিশ্চিত হলো।
বর্তমানে সিন্যাপ-এর তৈরি এই রিঅ্যাক্টরই বিশ্বের একমাত্র সক্রিয় থোরিয়াম-চালিত গলিত লবণ রিঅ্যাক্টর। চতুর্থ প্রজন্মের এই পারমাণবিক প্রযুক্তি পানির প্রয়োজন ছাড়াই চালানো যায় এবং উচ্চ নিরাপত্তা ও উচ্চ তাপমাত্রায় শক্তি উৎপাদন করে, যা জ্বালানি খাতে নবদিগন্তের সূচনা করেছে।
চীন বিশ্বের অন্যতম বৃহৎ থোরিয়াম মজুদের অধিকারী। ফলে এই প্রযুক্তিগত অগ্রগতি দেশটির ভবিষ্যৎ নিম্ন-কার্বন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এটি শক্তির উৎস বৈচিত্র্য, পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি স্থিতিশীলতার দিক থেকেও একটি বড় পদক্ষেপ।
সিন্যাপ জানায়, ২০১১ সালে শুরু হওয়া প্রকল্পটি ধারাবাহিকভাবে উন্নতির মধ্য দিয়ে এগোচ্ছে। তাদের লক্ষ্য, ২০৩৫ সালের মধ্যে ১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রদর্শনী রিঅ্যাক্টর বাস্তবায়ন করা।
বিশ্ব যখন বিকল্প, পরিচ্ছন্ন ও নিরাপদ জ্বালানির সন্ধানে ব্যস্ত, তখন এই সাফল্যের মাধ্যমের পারমাণবিক প্রযুক্তির ভবিষ্যৎ দিক নির্ধারণে চীন পৌঁছে গেল অনন্য উচ্চতায়। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ওয়ার্ল্ড নিউক্লিয়ার নিউজ
বিডি প্রতিদিন/একেএ