শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে জানুয়ারি-জুন সেমিস্টার ২০২৬-এ আরবি, চাইনিজ, ইংরেজি, ফরাসি, জার্মান, জাপানিজ, কোরিয়ান ও বাংলা (বাংলা শুধু বিদেশীদের জন্য) ভাষায় ৬ মাস মেয়াদী সার্টিফিকেট প্রোগ্রাম ও আরবি, ফরাসি, ইংরেজি ও জাপানিজ ভাষায় ১ বছর মেয়াদী ডিপ্লোমা প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ভর্তি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ভর্তিচ্ছু প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। ইনস্টিটিউট-এর নামে পাঁচশত টাকা জমা দিয়ে ইনস্টিটিউটের অফিস কক্ষ (এ বিল্ডিং-এর ২২৯ নং কক্ষ) থেকে ফরম সংগ্রহ করতে হবে অথবা আইএমএল এর ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে। ফরম যথাযথভাবে পূরণ করে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি ও ব্যাংকে টাকা জমাদানের রশিদসহ ইনস্টিটিউটের অফিস কক্ষে জমা দিতে হবে।
ভর্তি যোগ্যতা
এইসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেকোন বয়স এবং শ্রেণি/পেশার ব্যক্তি ভর্তি হতে পারবেন।
কোর্স ফি
১. শাবিপ্রবির বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৪ হাজার ৯০০ টাকা।
২. সাধারণ শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষা
আগামী ২৮ নভেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী বছরের ৯ জানুয়ারি ওরিয়েন্টেশন হবে বলেও ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ক্লাসের সময়
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার/শনিবার সকাল-বিকাল এবং অন্যান্য দিন বিকাল ৫টার পরে ক্লাস হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ফয়জুল হক বলেন, ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট বিভিন্ন ভাষা শেখানোর মাধ্যমে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। বিদেশে উচ্চশিক্ষা/গবেষণা, জাতিসংঘ মিশন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, কোম্পানি, দূতাবাসে চাকরি ও দক্ষ জনশক্তি যাদের লক্ষ্য তাদের জন্য এটি বিশাল একটা সুযোগ।’
তিনি আরও বলেন, ‘আগামী সেশনে আমরা চাইনিজ ও কোরিয়ান ভাষায় পাঠদানের জন্য সরাসরি চীন ও কোরিয়ার নাগরিককে শিক্ষক হিসেবে নিয়োগের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছি। ফ্রান্সের অতিথি শিক্ষকের মাধ্যমে ফরাসি ভাষায় শুভেচ্ছা ক্লাস নেয়াসহ সংশ্লিষ্ট ভাষায় পাঠদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। এ ছাড়া বিশ্বিবদ্যালয়ের পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপকবৃন্দ, প্রশিক্ষিত ট্রেইনারদের মাধ্যমে ইনস্টিটিউটের পাঠদান অব্যাহত রয়েছে।’
বিডি-প্রতিদিন/জামশেদ