উদ্যাপনের আবহ। উপস্থিত প্রত্যেকের চোখেমুখে খুশির ঝিলিক। পানীয়ের গ্লাস ঘুরছে হাতে হাতে। বলিউড সুন্দরীরাও এসেছেন। তারা দল বেঁধে হাসিমুখে পোজ দিচ্ছেন চিত্রসাংবাদিকদের। এমনই একটি দলে অভিনেত্রী ভারতী সিং, দেবিনা বন্দ্যোপাধ্যায়, এষা সিং এবং তেজস্বী প্রকাশ। তারাও হাসিমুখে ছবি তুলছিলেন। দেবিনা আবার আদর করে হাত বুলিয়ে দেন ভারতীর গর্ভে। হঠাৎ ছন্দপতন! বুকে হাত তেজস্বী প্রকাশের। কেউ কিছু বোঝার আগেই সরিয়ে নিলেন নিজেকে! বাকিরা হতভম্ব। হকচকিয়ে গিয়ে বোঝার চেষ্টা করছেন, কী হয়েছে তেজস্বীর? ওই মুহূর্তের ভিডিও আপাতত রবিবাসরীয় সকালে বলিউড মহল্লায় তুফান তুলেছে। শনিবার রাতে দেবিনারা যে কৌতূহল নিয়ে বাড়ি ফিরেছেন, সেই কৌতূহল আছড়ে পড়েছে সমাজমাধ্যমের মন্তব্য বাক্সে। কী ঘটল তেজস্বীর সঙ্গে? কেনই বা আতঙ্কিত অভিনেত্রী ওভাবে সবার মাঝখান থেকে পালিয়ে গেলেন! সঠিক উত্তর এখনো অজানা। তেজস্বীর অনুরাগীরা তার শারীরিক অসুস্থতার কথা ভেবে উদ্বিগ্ন। এক দল অবশ্য অন্য সম্ভাবনাও দেখেছেন। তাদের ধারণা, আলোয় সাজানো পরিবেশে গঙ্গাফড়িংদের উৎপাত বাড়ে। তেমনই কিছু কি উড়ে এসে গায়ে বসেছিল অভিনেত্রীর? কারণ, তেজস্বী মুঠো করে কিছু চেপে ধরেছিলেন। তার চোখেমুখে তখন ভয়-আতঙ্ক-বিরক্তি মাখামাখি। দেখে অবাক স্বয়ং ভারতীও।