আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর রাতভর অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পথচারী ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও অর্থ ছিনতাই করে আসছিল। স্থানীয়দের তথ্য ও ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যৌথ বাহিনী রাতে পরিকল্পিতভাবে পাঁচটি স্থানে একযোগে অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন—আজহার (৩২), রকিবুল (২৩), কাওসার (২৪), আফজাল (২৯), জুঁই (২৬) ও আরিফুল ইসলাম (২৩)। তারা সবাই আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার বাসিন্দা।
তল্লাশিতে তাদের কাছ থেকে ৯টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি এবং ৯টি অপরাধমূলক প্রমাণযুক্ত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া-বাইপাইল সড়ক ও আশপাশের এলাকায় ছিনতাই করে আসছিল।
অভিযান শেষে আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে এলাকার সবচেয়ে সক্রিয় ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।”
বিডি প্রতিদিন/হিমেল