কক্সবাজারে টেকনাফ হয়ে সাগরপথে মালেয়শিয়ায় পাচারকালে তিন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। রোববার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাগরপথে রোহিঙ্গা শরণার্থীদের পাচারের খবর পেয়ে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া বড় ডেইল এলাকায় অভিযানে যায় র্যাবের একটি টিম। ওই সময় মালয়েশিয়া পাচারের সময় তিন জনকে উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, সাগরপথে মানবপাচারকারী চক্র সক্রিয় রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে এই চক্রের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাগরপথে অবৈধভাবে পাচার করছে চক্রটি।
তবে পাচার বন্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল