রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার বাসিন্দা আল আমিন গাজী দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। কর্মক্ষমতা হারিয়ে দিনমজুরের কাজটিও আর করতে পারছেন না তিনি। ফলে পরিবারের সদস্যদের ভরণ-পোষণ, চিকিৎসা ও মৌলিক চাহিদা মেটানো যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে তার জন্য। এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ খিলগাঁও থানা শাখা। শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে আল আমিন গাজীর পরিবারের হাতে ১৫ দিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় আল আমিন ও তার বড় মেয়ে হাসিমুখে উপহার গ্রহণ করেন এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের প্রতি আন্তরিক ধন্যবাদ ও দোয়া জানান তারা।
শুভসংঘ ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং খিলগাঁও থানা শাখার সভাপতি মো. আশিক ও সাধারণ সম্পাদক মাইনুলের নেতৃত্বে উদ্যোগটি গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফরাজানা বৃষ্টি, সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সিহাব, ক্রীড়া সম্পাদক আল আমিন, সাহিত্য সম্পাদক রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বসুন্ধরা শুভসংঘ প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ বৃদ্ধি পাবে এবং তরুণ প্রজন্ম ইতিবাচক চিন্তাধারায় উদ্বুদ্ধ হবে।”
বিডি-প্রতিদিন/তানিয়া